Khoborerchokh logo

ডিজিটাল কৌশলে আইজিপির নাম ও পদবী ব্যবহার করে অভিনব প্রতারণা,গ্রেপ্তার ১ 210 0

Khoborerchokh logo

ডিজিটাল কৌশলে আইজিপির নাম ও পদবী ব্যবহার করে অভিনব প্রতারণা,গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:
গতকাল সোমবার মধ্যরাতে আরিফকে গ্রেপ্তার করে সিআডি‘র একটি টিম । দীর্ঘদিন থেকে ভিন্নভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিল আরিফ । কখনো প্রধানমন্ত্রীর এপিএস-২,কখনো আই জিপি,কখনো সিআই ডি‘র কর্মকর্তা সর্বশেষ আইজিপি ড.বেনজির আহমেদের নামে ইমেইল,ট্রুকলার এবং হোয়াটসঅ্যাপ খুলে বিত্তশালী ও বিভিন্ন বেসরকারি ব্যাংকের মালিককে ফোন দিতো প্রতারক। কারো কাছে চাইতেন টাকা,কাউকে চাকরির সুপারিশ করতেন।  মো.আরিফ মাইনুদ্দিন নামে ওই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার মালিবাগের সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ কথা বলেন ।
তিনি বলেন,সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর জিগাতলা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে আইজিপির ছবি ও পদবী ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন দপ্তর,বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইজিপি হিসেবে পরিচয় দিতেন। এসব প্রতারণামূলক কর্মকাণ্ডে আরিফ বাংলালিংকের একটি সিম কার্ড ব্যবহার করতেন।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, আরিফ তার কর্মচারীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কেনেন। সম্প্রতি আইজিপি অফিস থেকে ফোন পেয়ে আমরা ঘটনার তদন্ত শুরু করি।  আরিফ বিভিন্ন ব্যাংকগুলোতে ফোন দিয়ে চাকরির সুপারিশ করতেন ও টাকা চাইতেন।  তবে এ পর্যন্ত কারো কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তিনি।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com